Wednesday, December 14, 2016

BAN VS AFG 3rd ODI-2016 খেলা চলাকালে মাঠে মাশরাফি-ভক্তের কাণ্ড

BAN VS AFG 3rd ODI-2016 খেলা চলাকালে মাঠে মাশরাফি-ভক্তের কাণ্ড


মাশরাফির তুলনা কেবল মাশরাফিই
সিকিউরিটি দিয়ে কি আর ভালোবাসা আটকে রাখা যায় !!
একেই বলে ম্যাশ!!! বিশ্বাস করেন গায়ের লোম দাঁড়িয়ে গেছে দেখে!!!
উই লাভ ইউ ম্যাশ!!!
আজ অন্য কোন দেশের সেলেব্রেটি ক্রিকেটার হলে কি করতো জানিনা ,
শুধু মাশরাফি বলেই ..
কাউকে তার ফ্যানের সাথে খারাপ ব্যবহার করতে দিলোনা ..
বুকে টেনে নিলো ভালোবেসে ..
সত্যিই তুমি শুধু দলের নয় ..
১৬ কোটি মানুষের অধিনায়ক .




এমন দৃশ্য ইউরোপিয়ান ফুটবলের মাঠে নিয়মিত দেখা যায়। ক্লাব কিংবা জাতীয় দলের ম্যাচে প্রায়ই দেখা যায়, ম্যাচ চলা অবস্থাতেই নিরাপত্তার বাঁধ ভেঙে মাঠে ঢুকে পড়েন দু-একজন পাগলাটে দর্শক। বিদেশি গণমাধ্যমে প্রকাশিত তেমন অনেক ছবি নিয়মিতই এই দেশের পত্র-পত্রিকাগুলো ছাপায়।

এবার সেই কাণ্ডটা ঘটলো বাংলাদেশে। তাও আবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। তখন চলছে ২৯ তম ওভারের খেলা। বল করছিরেন পেসার তাসকিন আহমেদ। ব্যাটিংয়ে আফগানিস্তানের রশিদ খান।

এমন সময় এক দর্শক ঢুকে গেলেন মাঠে। উদ্দেশ্য আর কিছুই না। স্রেফ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে একবার ছুঁয়ে দেখা। সেই স্বপ্ন তার পূরণ হল। মাশরাফি তাকে কোনোই বাঁধা দিলেন না। হাত মেলালেন, বুকে জড়িয়ে ধরলেন।

তবে, দু’জনের এই সাক্ষাতটা খুব একটা দীর্ঘায়িত হল না। নিরাপত্তার দায়িত্বে থাকা এক ঝাঁক ভলান্টিয়ার এগিয়ে এসে ওই ভক্তকে সরিয়ে নিয়ে গেলেন। ঘটনা দেখে ছুটে আসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিরাপত্তা বিষয়ক প্রধান সমন্বয়ক মোহাম্মদ আলীও।

খোঁজ নিয়ে প্রিয়.কম জানতে পেরেছে ওই ভক্তের নাম মেহেদি হাসান। নিরাপত্তাকর্মীরা তাকে মাঠের বাইরে নিয়ে এসে এক দফা জেরা করেন। এরপর তাকে পাঠিয়ে দেওয়া হয় মিরপুর থানায়।

No comments:

Post a Comment

শেখ হাসিনার বর্তমান অবস্থান নিয়ে পররাষ্ট্র উপদেষ্টার অজ্ঞতা প্রকাশ। জানুন এই বিষয়ে সাম্প্রতিক তথ্য এবং জনগণের প্রতিক্রিয়া।

শেখ হাসিনা এখন কোথায় জানেন না পররাষ্ট্র উপদেষ্টা শেখ হাসিনা এখন কোথায় জানেন না পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের প্রধানমন্ত্র...